শিশুর মৃত্যুতে রাসুলুল্লাহ (সা:) কাঁদতেন এবং শিশুর পরিবারকে সমবেদনা জানাতেন

উসামা বিন যায়েদ রাদিআল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালামের এক মেয়ে তাঁর কাছে সংবাদ পাঠালেন যে, “আমার ছেলে মরার উপক্রম। আপনি আমাদের কাছে আসুন।” রাসূল তাকে সালাম পাঠালেন এবং সাথে বলে পাঠালেন :

“নিশ্চয় আল্লাহ তাআলার জন্যই উৎসর্গিত তিনি যা নিয়েছেন এবং যা দিয়েছেন। আর তাঁর কাছে সব কিছুরই নির্ধারিত মেয়াদ আছে। সুতরাং তুমি ধৈর্য ধরো এবং সাওয়াবের আশা রাখো।”

অতপর মেয়েটি কসম দিয়ে বলে পাঠালেন যেন অবশ্যই তিনি আসেন। রাসূল উঠে দাঁড়ালেন। সাথে ছিলেন সাদ বিন উবাদাহ এবং অন্যান্য সাহাবি। বাচ্চাটিকে রাসূলের কাছে তুলে ধরা হলো। পুরনো পানির মশকে পানি ফোটার মতো বাচ্চাটির গড়গড়া শুরু হয়ে গিয়েছিল। রাসূলের গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সাদ রাদিআল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, এটা কি (আপনার চোখেও পানি দেখতে পাচ্ছি যে)! রাসূল বললেন:

“এটা হলো দয়া। যেটা আল্লাহ তাঁর বান্দাদের হৃদয়ে ঢেলে দিয়েছেন। আর আল্লাহ তাঁর দয়াশীল বান্দাদের ভালোবাসেন।”

[Reference] নববি তরবিয়ত – শাইখ জামাল আবদুর রহমান

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *