সূরা ফাতিহা কুরআনের সবচেয়ে মহিমান্বিত সূরাগুলোর একটি। এ জন্য হাদিসে এটিকে উম্মুল কুরআন বা কুরআনের মূল বলা হয়েছে। (সহিহ বুখারি – ৭৭২)
এই সূরার মূল বিষয় ৩ টিঃ
- মহান আল্লাহ্র প্রশংসা।
- ইবাদাত-দাসত্ব ও প্রার্থনা কেবল আল্লাহ্র জন্যই নিবেদিত, এই স্বীকারোক্তি।
- হেদায়েত বা সরল-সঠিক পথের নির্দেশনা এবং আল্লাহ্র ক্রোধের পাত্র ও পথভ্রষ্টদের পথ থেকে আত্মরক্ষার প্রার্থনা।
হেদায়েত মুমিনের জীবনে এত বেশি গুরুত্বপূর্ণ যে, প্রতিদিন ফরয সালাতে কম পক্ষে সতেরো বার সূরা ফাতিহা পাঠের মাধ্যমে আল্লাহ্র কাছে হেদায়েত কামনা করতে হয়।
Leave a Reply