আপনি যদি সোশাল মিডিয়া ব্যবহার করেন, তবে নিশ্চয়ই আপনি ম্যাসেজিং করে যোগাযোগ করার সাথে পরিচিত। হোক সেটা ফেইসবুক ম্যাসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে। আপনি হয়তো কাউকে প্রয়োজনে ম্যাসেজ পাঠান, আবার কেউ হয়তো আপনাকেও ম্যাসেজ পাঠিয়ে থাকেন।
ঠিক একইভাবে পরিচিত, অপরিচিত অনেক মানুষ প্রায়ই আমাকে সোশাল মিডিয়া বা হোয়াটসঅ্যাপে ম্যাসেজ দিয়ে থাকেন। কিন্তু মজার ব্যাপার হলো অধিকাংশ ম্যাসেজই খুব কমন। যেসব প্রশ্নের উত্তর সাধারণত একইরকম হয়ে থাকে।
তাই সবার সুবিধার্থে এই ব্লগ পোস্টে সেসব কমন কিছু পোস্টের উত্তর দেওয়া হলো।
ম্যাসেজঃ আসসালামু আলাইকুম / Assalamu Alaikum
উত্তর: ওয়ালাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
وعليكم السلام ورحمة الله وبركاته
ম্যাসেজঃ কেমন আছেন / আছো / আছিস?
উত্তরঃ আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর ﷻ ইচ্ছায় অনেক ভালো আছি। আপনি কেমন আছেন, আপনার পরিবার কেমন আছেন?
ম্যাসেজঃ কি খবর ব্রো / কি অবস্থা ব্রো?
উত্তরঃ আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর ﷻ ইচ্ছায় অনেক ভালো আছি। আপনি কেমন আছেন, আপনার পরিবার কেমন আছেন?
ম্যাসেজঃ ফ্রি আছেন / আছিস / আছো?
উত্তরঃ আজকাল ফ্রি কমই থাকার সুযোগ হয়। তবে আপনার প্রয়োজন বিস্তারিত জানিয়েন ম্যাসেজ দিয়ে রাখুন। যখন আমি আপনার ম্যাসেজ দেখবো তখন বিস্তারিত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
ম্যাসেজঃ একটা বিষয়ে হেল্প লাগতো।
উত্তরঃ জ্বি অবশ্যই। আপনার কি বিষয়ে হেল্প প্রয়োজন সেটা বিস্তারিত জানান। সমস্যাটি সমাধান করার জন্য কি কি স্টেপ নিয়েছেন, কেন ব্যর্থ হয়েছেন, ইত্যাদি বিস্তারিত বলুন। এরপর আমি কিভাবে আপনাকে হেল্প করতে পারি সেটা বুঝিয়ে বলুন। আমি যখন আপনার ম্যাসেজের উত্তর দেওয়ার সময় পাবো তখন বিস্তারিত জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ ﷻ যেন আমাদের জন্য সহজ করে দেন।
নোটঃ এই আর্টিকেলটি আপনি মজা হিসেবে নিতে পারেন, বা সিরিয়াসলি নিতে পারেন। পুরোটা আপনার উপর। তবে আপনিও যদি আমার মতো ভুক্তভোগী হয়ে থাকেন তাহলে আর্টিকেলটি কপি করে নিজের মতো ব্যবহার করতে পারেন।
কমিউনিকেশন বিষয়ে সুন্দর একটি আর্টিকেল লিখেছিলেন হাসান আব্দুল্লাহ ভাই, তার ব্যক্তিগত ব্লগে। সকলেরই পড়ে দেখা উচিত।
Leave a Reply