আনাস বিন মালিক رضي الله عنه বলেন, রাসূল ﷺ বলেছেন :
“যে ফজরের সালাত জামাআতে আদায় করে অতপর বসে সূর্য ওঠা পর্যন্ত আল্লাহ তাআলার জিকির করতে থাকে, এরপর দুই রাকাত সালাত পড়ে, তার জন্য একটি হজ্ব ও উমরার সাওয়াব লেখা হবে।” ( মাজমাউয যাওয়ায়েদ : ১০/১০৪ )
জাবির বিন সামুরাহ رضي الله عنه বলেন, রাসূল ﷺ যখন ফজরের সালাত পড়তেন তখন সেখানেই সূর্য ওঠা পর্যন্ত সালাতের সুরতে চারজানু হয়ে বসে থাকতেন। ( সহিহ মুসলিম : ১/৪৬৪ )
জাবির বিন আবদুল্লাহ رضي الله عنه বলেন, রাসূল ﷺ বলেছেন :
“হে আল্লাহ, আপনি আমার উম্মতের প্রত্যুষে বরকত দান করুন।”
সুতরাং সকাল সকাল ওঠা এবং সকালে না ঘুমানোর দ্বারা রিজিকে বরকত আসে। ইবনু আব্বাস রাদিআল্লাহু আনহুমা তাঁর এক ছেলেকে সকালে ঘুমাতে দেখে বললেন, ‘উঠে পড়ো! তুমি কি এমন সময় ঘুমাচ্ছ যখন রিজিক বণ্টন করা হচ্ছে!’
[Reference] নববি তরবিয়ত – শাইখ জামাল আবদুর রহমান – চতুর্থ পরিচ্ছেদ
Leave a Reply