সূরা বাকারার আদেশ ও নিষেধসমূহ

সূরা বাকারার প্রথম অংশের আদেশসমূহঃ

  1. আল্লাহ্‌র ইবাদাত করা। ২/২১
  2. অঙ্গীকার পূর্ণ করা। ২/৪০
  3. কুরআনের প্রতি ঈমান আনা এবং একমাত্র আল্লাহ্‌কে ভয় করা। ২/৪১
  4. সালাত আদায় করা, যাকাত প্রদান করা এবং জামাতের সঙ্গে সালাত আদায় করা। ২/৪৩
  5. ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহ্‌র কাছে সাহায্য প্রার্থনা করা। ২/৪৫, ১৫৩
  6. পিতা-মাতা, নিকটাত্মীয় ও এতিম-মিসকিনের সাথে সদ্ব্যবহার করা এবং মানুষকে উত্তম কথা বলা। ২/৮৩
  7. (হজ্ব ও উমরার সময়) মাকামে ইব্রাহিমে সালাত আদায় করা। ২/১২৫
  8. বাইতুল্লাহর দিকে মুখ করে সালাত আদায় করা। ২/১৪৯
  9. আল্লাহ্‌কে স্মরণ করা এবং আল্লাহ্‌র কৃতজ্ঞতা প্রকাশ করা। ২/১৫২
  10. জিহাদ করা। ২/১৯৩
  11. আল্লাহ্‌র রাস্তায় দান সাদাকা করা এবং মানুষের প্রতি অনুগ্রহ করা। ২/১৯৫
  12. (সামর্থ্য থাকলে) হজ্ব উমরাহ করা। ২/১৯৬
  13. ইস্তিগফার করা। ২/১৯৯

সূরা বাকারার প্রথম অংশের নিষেধসমূহঃ

  1. আল্লাহ্‌র সাথে কাওকে শরীক না করা। ২/২২
  2. কুরআনকে অস্বীকার না করা এবং আল্লাহ্‌র আয়াতের বিনিময়ে পার্থিব স্বার্থ গ্রহণ না করা। ২/৪১
  3. সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত না করা এবং সত্য গোপন না করা। ২/৪২
  4. পরস্পরে রক্তপাত না করা এবং কাওকে তার ভিটা থেকে বিতাড়িত না করা। ২/৮৪
  5. সন্দেহপোষণকারীদের অন্তর্ভুক্ত না হওয়া। ২/১৪৭
  6. আল্লাহ্‌র অকৃতজ্ঞ না হওয়া। ২/১৫২
  7. শয়তানের পদাঙ্ক অনুসরণ না করা। ২/১৬৮
  8. অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ না করা। ২/১৮৮
  9. নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন না করা। ২/১৯৫

চ্যালেঞ্জ

কুরআন আল্লাহ্‌র পক্ষ হতে অবতীর্ণ কিতাব, এ ব্যাপারে কারো সন্দেহ থাকলে কুরআনের মতো নির্ভুল, অলৌকিক গুণসম্পন্ন একটি সূরা রচনা করার চ্যালেঞ্জ আল্লাহ্‌ ঘোষণা করেছেন। ২/২৩

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *