ফান্ডরেইজিং – একটি মসজিদ ও সাদাকায়ে জারিয়া

বিসমিল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলুল্লাহ।

In the name of Allah, all praise is due to Allah, and peace and blessings be upon the Messenger of Allah.

সর্বমোট সাদাকাহ সংগ্রহ হয়েছেঃ
BDT 1,75,300/=

মসজিদ নির্মাণে মোট প্রয়োজনঃ
BDT 30,00,000/=


সাদাকায়ে জারিয়ায় অংশগ্রহণের উপায়

Rocket

পার্সোনাল রকেট নাম্বারঃ 01558987890

Bank (SCB)
Bank (NRBC)

Note: After sending your donations, please give me a text for confirmation.


যারা সাদাকাহ পাঠিয়েছেনঃ

DateSourceNameAccount/PhoneAmount (BDT)
01-09-2025bKashK***017***81500
11-08-2025SCBR******6000
08-07-2025bKashK**017******81500
18-05-2025BankM******6401500
05-05-2025bKashK***017***811,500
25-04-2025BankM******6401500
05-04-2025CashK***019***8150
05-04-2025bKashK***017***811,000
30-03-2025bKash***017***8550
29-03-2025bKash***018***94500
28-03-2025bKashK***017***81500
24-03-2025bKashBela Begum018***065,100
23-03-2025bKashK***017***81300
19-03-2025bKashI***017***341,000
18-03-2025SCBR***280***0011,500
18-03-2025SCBJ******5301500
18-03-2025bKashA***016***66500
18-03-2025CashK******500
11-03-2025bKashK***017***5515,300
02-03-2025bKashJ***017***031,500
12-02-2025SCBM******50011,000
10-02-2025bKashJ***017***035,000
08-02-2025NRBCM******10,000
07-02-2025SCBR******1,000
05-02-2025SCBS******500
05-02-2025CheckStartise***40,000
05-02-2025CashR******500
05-02-2025CashS******500
05-02-2025CashJ******500
05-02-2025CashR******2,000
05-02-2025SCBF******3,000
05-02-2025bKashJ***017***035,000
04-02-2025SCBS******10,000
04-02-2025SCBO******1000
04-02-2025SCB******1500
04-02-2025bKashR******1000
04-02-2025SCBM******5000
03-02-2025bKashF***017***812235
02-02-2025bKashK***018***062040
02-02-2025bKashB***017***211000
02-02-2025bKashR***019***661025
01-02-2025bKashS***016***811000
30-01-2025BankT******1000
29-01-2025bKashF***017***5510,000
29-01-2025BankN***18***0115,000
29-01-2025BankL***18***011000
29-01-2025NagadF***016***26300
29-01-2025CashS***016***85500
29-01-2025bKashN***017***991000
29-01-2025bKashK***017***811000
29-01-2025BankM***18***01500
23-01-2025bKashA***019***481200
23-01-2025RocketH***016***691500
23-01-2025bKashA***017***415200
23-01-2025BankS******11,500

বর্তমান মোট সাদাকাহ এর মধ্যে 7000 টাকা জমা দেওয়া বাকি রয়েছে।


মসজিদ সম্পর্কে জানুন

আমাদের গ্রামের নাম চামরগাছা। এটি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় অবস্থিত।

Google Map Location: https://maps.app.goo.gl/VCvYYSnFqu19mEzw6

আমাদের গ্রামের মাসজিদটি অনেক দিন আগে বানানো। ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় এবং গ্রামের মানুষের স্থান সংকুলান না হওয়ায় আমরা নতুন একটি মাসজিদ বানানোর প্রয়োজনীয়তা অনুভব করি।

আমাদের দাদা অনেক বড় একটি জমি দান করেছেন নতুন মাসজিদ বানানোর জন্য। আল্লাহ্‌ যেন তাদের দানকে কবুল করে নেন। নতুন জমিতে পুকুর থাকায় আমরা সবাই মিলে পুকুরটি ভরাট করার ব্যবস্থা করি।

এরপর দ্রুত আমরা পুরাতন মাসজিদটি ভেঙ্গে নতুন মাসজিদ করার জন্য জমি প্রস্তুত করি।

বর্তমানে আমরা একটি ছাপরা দেওয়া অস্থায়ী মাসজিদে সালাত আদায় করছি।

আমাদের গ্রামের অধিকাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে অবস্থান করেন। তাদের পক্ষে মাসজিদ বানানোর ব্যয় বহন করা সম্ভব না হওয়ায় মাসজিদের কাজ শুরু করা সম্ভব হচ্ছে না।

আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের জন্য তাঁর ঘর নির্মাণের কাজ সহজ করে দেন। কোরআনের বিভিন্ন আয়াত থেকে মসজিদের মর্যাদা, গুরুত্ব ও ফজিলত, মসজিদ নির্মাণকারীদের মর্যাদা বোঝা যায়।

কোরআনে আল্লাহ তার নবি ও খলিল ইবরাহিমের (আ.) কাবা ও মসজিদুল হারাম নির্মাণের ঘটনা বিস্তারিত বর্ণনা করেছেন। যে কাজের তত্ত্বাবধান করেছেন, দিক-নির্দেশনা দিয়েছেন আল্লাহ তাআলা স্বয়ং। আল্লাহ তাআলা বলেন,

আর স্মরণ কর, যখন আমি কাবাকে মানুষের জন্য মিলনকেন্দ্র ও নিরাপদ স্থান বানালাম এবং বললাম ‘তোমরা মাকামে ইবরাহিমকে নামাজের স্থানরূপে গ্রহণ কর’। আর আমি ইবরাহিম ও ইসমাইলকে দায়িত্ব দিয়েছিলাম যে, তোমরা আমার ঘরকে তাওয়াফকারী, ইতেকাফকারী ও রুকু-সিজদাকারীদের জন্য পবিত্র কর। (সুরা বাকারা: ১২৫)

আমার সাথে যোগাযোগের উপায়
Whatsapp: 01558987890
Email: hello@hurayraiit.com

Update #February 05-06, 2025

আলহামদুলিল্লাহ!

WPDeveloper থেকে প্রাপ্ত ৪০,০০০ টাকার চেক মসজিদের ব্যাংকে জমা দেওয়া হয়েছে।

আর ৮০,০০০ টাকা ক্যাশ মাসজিদের ফান্ডে জমা দেওয়া হয়েছে। দোকান থেকে বাকিতে রড কেনা হয়েছিলো। আমরা এই ৮০,০০০ টাকা দিয়ে বাকি পরিশোধ করেছি। এখনো ২০,০০০ টাকার মতো বাকি পরিশোধ করতে হবে। এর বাইরেও প্রায় ১ টন (১০০০ কেজি) রড কিনতে হবে যার জন্য প্রায় ১ লক্ষ টাকা প্রয়োজন।

আপনাদের সাদাকাহ দিয়ে আমাদের মসজিদের ফাউন্ডেশনের কাজ শুরু করা হয়েছে। আজ আমরা মসজিদের ভিত্তি স্থাপন করলাম।

জুম্মার নামাজের পর গ্রামের সবার জন্য খানাপিনার ব্যাবস্থা করা হয়। সবাই ইদের দিনের মতো আনন্দ উপভোগ করেছেন আলহামদুলিল্লাহ।


Update #March 07, 2025

আলহামদুলিল্লাহ

মসজিদের ফাউন্ডেশনের কাজ শেষ হয়েছে। এখন বিম করতে হবে এবং বালু দিয়ে জায়গা ভরাট করতে হবে।

বালু দিয়ে জায়গা ভরাট করতে ৩৫,০০০ টাকা প্রয়োজন। এর পাশাপাশি আরো ১ টন রড কিনতে হবে।


Update #March 18, 2025

আলহামদুলিল্লাহ, মসজিদের বিম তৈরির কাজ শুরু হয়েছে।


Update #August 13, 2025

বর্তমানে মসজিদের কাজ কিছুটা বন্ধ অবস্থায় আছে। আমরা এই পর্যন্ত মসজিদের ভিত্তি নির্মাণ সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ। এর পর আমরা বিমগুলো নির্মাণ করেছি।

পরবর্তী কাজ হলো ছাদের কাজ শুরু করা। ছাদের কাজ শুরু করার জন্য আনুমানিক ছয় লক্ষ টাকা প্রয়োজন। কিন্তু মসজিদের ফান্ডে মাত্র দেড় লক্ষ টাকা রয়েছে। এই পরিমাণ টাকা উত্তোলন করার পর আবার কাজ শুরু করা সম্ভব হবে ইনশাআল্লাহ।