সন্তানকে তার উপযোগী কাজ দেওয়া আবশ্যক

সন্তানকে ফরজে আইন পরিমাণ ইলম শিক্ষা দিতে হবে। এ ক্ষেত্রে যদি অভিভাবক অবহেলা করে তাহলে তাকে জবাবদিহির সম্মুখীন হতে হবে। ফরজে আইন বিষয়গুলোর মধ্যে আছে তাহারাত, সালাত, সিয়াম, হজ্ব, মা-বাবার আনুগত্য ইত্যাদি। ছোট থেকেই সন্তানকে এসব বিষয় শেখাতে থাকলে বুঝ-বুদ্ধির পক্কতা আশার পর তার অন্তর ইলমের স্বাদ অনুভব করতে শিখবে।

অতপর সে যদি শরয়ী ইলম শিখতে আগ্রহী হয় তাহলে তাকে ইলম অর্জনের যাবতীয় উপায়-উপকরণের ব্যবস্থা করে দিতে হবে। সঠিক, বিজ্ঞ এবং দূরদর্শী একজন শিক্ষকের তত্ত্বাবধানে তাকে অর্পণ করতে হবে। শিক্ষক তার স্বভাব, বুঝ এবং ধারণক্ষমতা পর্যালোচনা করে তাকে নির্দেশনা দিতে থাকবে। একটা সময় পর সে একজন ভালো আলিম হয়ে উম্মতের উভজাগতিক কল্যান সাধনের কাজে নিয়োজিত হবে।

আর যদি তার আগ্রহ শরয়ী বিষয় ছাড়া অন্য কোনও বৈধ ব্যাপারে দেখা যায় তাহলে সে বিষয়ে অভিজ্ঞ কারো হাতে তাকে অর্পণ করতে হবে এবং সেই বিদ্যা অর্জনের সার্বিক উপায়-উপকরণ তাকে সরবরাহ করবে।

সে বিষয়ে যার আগ্রহ নেই এবং সে বিষয়ের ধারণক্ষমতাও তার মাঝে নেই, এ ক্ষেত্রে তাঁকে চাপাচাপি বা জোরাজুরি না করা উচিত।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *