আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলোর প্রচলন হওয়ার পর থেকে টেক সেক্টর প্রচুর পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। ডেভেলপমেন্টের পাশাপাশি টেস্টিং সাইডেও একের পর এক নতুন টুল আসছে প্রতিদিন।
মাইক্রোসফট প্লেরাইট এর বিগত রিলিসগুলো খেয়াল করলে বোঝা যাবে যে তারা বর্তমানে মূল ফোকাস দিচ্ছে AI এসিস্টেড টেস্টিং এর প্রতি। কিভাবে গিটহাব কোপাইলট দিয়ে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে অটোমেশন টেস্টিং করা যায়, টেস্ট লেখার কাজ আরও সহজ করা যায়, ইত্যাদি নিয়ে কাজ চলছে।
সেলেনিয়াম ও এপিয়াম বর্তমানে টেস্ট অটোমেশন সেক্টরে অনেক পপুলার। এই দুইটির প্রতিষ্ঠাতা Jason Huggins (LinkedIn Profile) তার লিঙ্কডইন প্রোফাইল জানিয়েছেন যে তিনি নতুন একটি টুল তৈরি করার পরিকল্পনা করছেন যার নাম হবে Vibium. (LinkedIn Post)

এটি একটি ওপেন সোর্স, AI নেটিভ টেস্ট অটোমেশন ফ্রেমওয়ার্ক যেটা দিয়ে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে টেস্ট অটোমেশন করা যাবে এবং ফ্লেকি টেস্টের জন্য থাকবে সেলফ হিলিং ফিচার।
তিনি বলছেন:
vibium lets you write your tests in plain english. self-healing will be a huge part of this. no more brittle locators. no more flaky tests.
বিস্তারিত জানতে আরও অপেক্ষা করতে হবে।
Leave a Reply